বিশিষ্ট কন্ঠশিল্পী ফারদিন জাসাসে যোগদান করেছেন। গতকাল জাসাস কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ফারদিন জাসাসে যোগ দেন।
জাসাসে স্বাগত জানিয়ে জাহাঙ্গীর শিকদার বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় নাসিম সরকার সাদ্দামও জাসাসে যোগদান করেন। জাসাসের পক্ষ থেকে ফারদিন ও নাসিম সরকার সাদ্দামকে ফুলের তোড়া তুলে দেয়া হয়।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস সহ-সভাপতি ইথুন বাবু, জাসাস দক্ষিনের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাবি সদস্য সচিব আরিফুজ্জামান মামুন, আব্দুল মমিন জনি প্রমূখ।
– জিখান/প্রবাসনিউজ২৪.কম