ঢাকা : ২০১১ সালে বিএনপির দুঃসময়ের কাণ্ডারিখ্যাত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এর পর একে একে পেরিয়ে গেছে প্রায় অর্ধযুগ। সদ্য সমাপ্ত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিব পদে নিয়োগ পেলেন মির্জা ফখরুল। আর দায়িত্বগ্রহণের পর পরই নিজের অবস্থান স্পষ্ট করলেন দলটির এ শীর্ষ নেতা।
পূর্ণাঙ্গ মহাসচিব হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ মার্চ) রাতে বিএনপি চেয়ায়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে দেখা করতে যান ফখরুল। সেখানে বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর বেরিয়ে আসার পথে সাংবাদিকদের সামনে এমন প্রত্যয়ই ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এসময় নব মনোনীত সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তিনিও ফুল দিয়ে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রায় আধাঘণ্টা ফখরুল ও রিজভী খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। বের হয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন মূল চ্যালেঞ্জ।’
এদিকে নতুন নেতাদের (ফখরুল-রিজভী) ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে বেশ কিছু নেতাকর্মীকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে কোষাধ্যক্ষ পদে যিনি পুননির্বাচিত হয়েছেন সেই মিজানুর রহমান সিনহাকে এসময় দেখা যায়নি।