ঢাকা : বৃহস্পতিবার বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০ দলভুক্ত ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলটির জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। ঐক্যজোটের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন (পীরসাহেব বি-বাড়ীয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলামেইলকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।