স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ জাপানে অনুষ্ঠিত হলো বিএনপি’র আলোচনা সভা

জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন মিঠুর পরিচালনায় আলোচনা সভায় বক্ত্যব রাখেন জাপান বিএনপির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, সহ সভাপতি এমদাদ মনির, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক ফয়সাল সালাহউদদীন, সহ সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, এ টি এম জামাল, মোঃ জসীমউদ্দীন, শাহারিয়ার সাজ্জাদ প্রমুখ। এছাড়া বিএনপির অংগ-সংগঠন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক তৌহিদুল আলম রিপন, যুগ্ম সম্পাদক জুয়েল পাঠান। ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলু, তৌহিদুল ইসলাম হেলাল, সুমন ভুঁইয়া সহ প্রমুখ।

আলোচনা সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী ইনসানুল হক, আশরাফুল ইসলাম শেলী, লেখক জুয়েল আহসান কামরুল, হোসাইন মুনীর। আলোচনা সভায় বিভিন্য বক্তাগণ বলেন, আজ আমরা এমন এক সময় স্বাধীনতা দিবস উদযাপন করছি, যখন বাংলাদেশে গনতন্ত্র নেই। মানুষের কোন নিরাপত্তা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, দেশের অর্থনীতিকে বর্গীর মত লুট করা হয়েছে। জনগণের ভোটাধিকার নেই। তারা সকলকে বিভেদ ভুলে গনতন্ত্র ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগন, রাজনৈতিক দল এবং গনতন্ত্র প্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় সভাপতির বওৃতায় মোফাজ্জল হোসেন বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল পেশা শ্রেনীর মানুষকে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। সভায় জাপান বিএনপি ও এর অংগ-সংগঠন সমুহের বিপুল সংখ্যক নেতাকমীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *