লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতে ‘মা কাঁদছে স্বাধীনতা’ সিডি হস্তান্তর করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা (জাসাস) নেতা কামরুল ইসলাম। সোমবার রাতে লন্ডনের একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই সিডি হস্তান্তর করেন তিনি। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় সিডিটির মোড়ক উন্মোচন করা হয়। সিডিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ জাহাঙ্গীর শিকদার।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম