আগামী ২৭ তারিখ সকাল ১১ টায় ঢাকা প্রেস ক্লাবে মানব বন্ধনে যোগ দিতে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা, কবি সাহিত্যিক, সাংবাদিকগন ও সাধারন জনগনকে আহবান জানিয়ে ইভেন্ট খুলেছে ফেসবুক অনলাইন এক্টিভিস্ট কাউন্সিল অফ বাংলাদেশ ।
ইভেন্টে বলা হয়েছে – কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্য সংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য সোহাগী জাহান তনু (১৯) কে ধর্ষণের পর গলা কেটে হত্যা করলো দৃর্বত্তরা । পরিবারের অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিল। কিন্তু সেটাও সহ্য হলনা সমাজের রাক্ষুসে মানব খেকোদের । বিকাল ৫ টায় প্রাইভেট পড়িয়ে আসার পথে, পিছন থেকে আঘাত করলো ঘাতকেরা , নাক বরাবর ঘুষি, চুলটেনে ছিরে শরীরকে করেছে খতবিক্ষত । বাবা খুঁজতে বের হয়েছে রাস্তায়।খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। গলাকাটা মৃতদেহ নগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। প্রতিদিনই এভাবে শত শত তনুরা ধর্ষিতা হয়ে জীবন দিয়ে আমাদেরকে অপরাধী করে যাচ্ছে । কিন্তু এই সমাজে তনুদের পাশে দাঁড়ানোর মতো কিংবা শক্ত বিচার পাবার মতো কাউকেই পাওয়া যায়না। আমরা তনু হত্যার চাই ।আগামী ২৭ ই মার্চ সকাল ১১ টায় ঢাকা প্রেস্ক্লাবের সামনে তনুর হত্যার বিচার চেয়ে আমাদের মানববন্ধনে শরিক হন । দাবী তুলি একটাই – ” ধর্ষকের নুন্যতম শাস্তি হোক ফাঁসি”
https://www.facebook.com/events/1586685738321726/?ref=4&action_history=null&source=4
জিখান/প্রবাসনিউজ২৪.কম