অদ্য ২৪শে মার্চ ২০১৬, বৃহস্পতিবার বিকাল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ মুঙা, জাসাসধাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড: আরিফুর রহমান মোল্লা, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ সভাপতি আব্দুল কালাম আজাদ, নোয়াবমাঝি, সাংগঠনিক সম্পাদক ডাঃ নিপুণ মোল্লা, সুজন ঢালি। আরো ছিলেন সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নজরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক নান্টু হাওলাদার, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিম্নলিখিত সিধান্ত হয়।
১) আগামী ২৬শে মার্চ সকাল ৬:৩০ মিনিটে সাভার জাতীয় সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন।
২) আগামী ২৬শে মার্চ সকাল ৯:৩০ মিনিটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন।
৩) ৩০শে মার্চ জাসাস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আলোচনা সভা।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার প্রথমে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিনা প্রতিদন্দিতায় বিএনপি’র চেয়ারপার্সন এবং জনাব তারেক রহমান বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সফল ও সুন্দরভাবে বিএনপি’র ষষ্ঠ জাতীয় কাউন্সিল সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি নেতা কর্মীদের বলেন, “অবৈধ এই সরকার যতই অত্যাচার, অন্যায়, নিপীড়ন করুক না কেন, এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাসাস ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক, সক্রীয় ও সংগ্রামী হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আমরা এগিয়ে যাবো এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাবো ইনশাআল্লাহ্।”