কলেজের ড্রেস কোডের নামে এবার মূসলিম মেয়েদের ফরজ হিজাব নিষিদ্ধ করার ধৃষ্টতা দেখালো খোদ ঢাকার সুপরিচিত সরকারী মহিলা কলেজ, সরকারী বদরুন্নেসা মহিলা কলেজে। কলেজের নোটিশে বলা হয়েছে, নিজ নিজ কোর্সের ড্রেস কোড মানতে হবে, কোন ধরণের হিজাব বা বোরকা পরিধান করা যাবে না।
আতিক/প্রবাস