রফিক আহমদ খান,
কুয়ালালামপুর :
মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রেরণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত পাঁচ বছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৭ বিলিয়ন রিংগিত। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা।
২০১১ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে এ পরিমান রিংগিত মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠিয়েছে বলে জানান মালয়েশিয়ার অর্থ মন্ত্রী।মালয়েশিয়ার পার্লামেন্টে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান,মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের শ্রমিকরা মোট ১১৯বিলিয়ন রিংগিত গত পাঁচ বছরে মালয়েশিয়া থেকে তাদের দেশে পাঠায়।
এর মধ্যে সর্বোচ্চ ২১.২বিলিয়ন রিংগিত পাঠায় মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ান প্রবাসীরা। ১৭বিলিয়ন রিংগিত পাঠিয়ে বাংলাদেশিরা ২য় স্থানে আছে।এছাড়া নেপালিরা ১৩.২বিলিয়ন, ইন্ডিয়ানরা ৬বিলিয়ন এবং ফিলিপাইন ৩বিলিয়ন রিংগিত পাঠিয়েছে।এর বাহিরে কম্বোডিয়া, ভিয়েতনাম , থাইল্যান্ড, মিয়ানমার সহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের দেশে রিংগিত পাঠিয়েছে।
মালয়েশিয়ায় বিভিন্ন দেশের মোট ২.২ মিলিয়ন বৈধ প্রবাসী কাজ করছেন।এছাড়া আরো প্রায় ২মিলিয়ন অবৈধ প্রবাসী কাজ করছেন মালয়েশিয়ায়। খবর মালয়েশিয়ান ইংরেজি দৈনিক দি স্টার অনলাইলের।
আযহারুল হক liked this on Facebook.
Shahidullah Bhuiyan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Azim Uddin Arafat liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.