নোয়াখালীর সোনাইমুড়িতে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষির হাট ইউনিয়নের পোরকরা গ্রামে আজ সোমবার দফায় দফায় সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, গ্রামবাসীর সঙ্গে উগ্রপন্থী সংগঠন হিজবুত তওহিদের সংঘর্ষে ওই সংগঠনের দুই সদস্য নিহত হন।

ছবি: মাহবুবুর রহমান

সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে সংঘর্ষের সময় বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

ছবি: প্রথম আলো

সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি বাড়ি। ভাঙচুরের পর কয়েকটি বসতঘরে আগুনও দেওয়া হয়।

ছবি: মাহবুবুর রহমান

দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে নির্মাণাধীন একটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

ছবি: মাহবুবুর রহমান

দিনভর চলা সংঘর্ষে এই বাড়িটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেওয়া হয়।

ছবি: মাহবুবুর রহমান

সংঘর্ষের সময় ধানখেতে অবস্থান নেয় এক পক্ষ।

ছবি: মাহবুবুর রহমান

ঘরবাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের পাশাপাশি দোকানে ভাঙচুর চালানো হয়। দোকানের আসবাব ভাঙচুরের পর তা রাস্তায় ফেলে দেওয়া হয়।

ছবি: মাহবুবুর রহমান

সংঘর্ষের একপর্যায়ে গাছের গুঁড়ি ও ডাল ফেলে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় যান চলাচল বন্ধ থেকে। পরে পুলিশ তা সরিয়ে ফেলে।

৩ thoughts on “নোয়াখালীর সোনাইমুড়িতে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *