‘কোষাগার থেকে কোটি কোটি টাকা লুট করছে সরকার’ – খন্দকার মাহবুব হোসেন

রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

খন্দকার মাহবুব দাবি করেন, ‘দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংস করেই তারা বিদায় হবে।’

এ সময় তিনি বলেন, ‘বিশেষ গোষ্ঠী’র সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। যে দিন, ‘বিশেষ গোষ্ঠী’র সমর্থন সরকারের ওপর থেকে চলে যাবে, সেই দিন সরকারের পতন হবে। তবে তার আগেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলবে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি দেশে আজ শিশুরাও নিরাপদ নয়।

অনুষ্ঠানে ভেদাভেদ ভুলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

খন্দকার মাহবুব বলেন, ‘নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে গিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা রাজপথে নামুন; জাগ্রত হোন। আমার বিশ্বাস যারা ঘুমিয়ে আছেন তারাও জাগ্রত হবেন।’

তিনি বলেন, শুধু তারেক রহমান নয়, আজ সারাদেশ বন্দি। তাই তারেককে মুক্ত করতে হলে জনগণের ভোটাধিকার ফিরে দিতে হবে। আর এর পথ হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এতে বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এমএ মালেকসহ প্রমুখ বক্তব্যে রাখেন।

সূত্র – যুগান্তর

১৩ thoughts on “‘কোষাগার থেকে কোটি কোটি টাকা লুট করছে সরকার’ – খন্দকার মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *