কয়লা বিদ্যুৎ এর কালো ছোবল এবার বাঁশখালী উপজেলাকে ধবংস করবে

বাঁশখালী উপজেলা — জনসংখ্যা ৩২০,৩৩৯

বাঁশখালীতে রয়েছে ১৫টি ইউনিয়ন। পুকুরিয়া, সাধনপুর, বাহারছরা, কালিপুর, বলছড়ি, কাথারিয়া, জলদি, শেখারকিল, সীলকূপ, পুইছড়ি, ছানুয়া, সারাইল, গন্ধারা, আর চাম্বল

৩৯ টি হাইস্কুল রয়েছে। ৫টি কলেজ ও ১টি মাদ্রাসা রয়েছে।

বাঁশখালি ইকোপার্ক একটি পর্যটন কেন্দ্র হতে পারে। বাঁশখালীর অন্যান্য আকর্ষণগুলো হলোঃ
বিমারছড়া, সমুদ্র সৈকত ( বাহারছড়া, কঙ্কানাবাদ, ও কদম রাসুল)
পুকুরিয়া চা বাগান
বকসী হামিদ মসজিদ।

বাঁশখালীর কিছু ছবি যা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে তা এখানে পোস্ট করা হলো
1 2 3 4 5 6 7 8 9
বাংলাদেশ আওয়ামীলীগের কাজ হলো বাংলাদেশকে ধবংস করা। এর কারণ কি? কেনো বাংলাদেশ আওমীলীগ বা পাকিস্তান আওয়ামীলীগ বাংলাদেশকে ধবংস করার জন্য উঠেপড়ে লেগেছে? এর কারণ একটাই। বাংলাদেশ আওয়ামীলীগের সকল সদস্য অত্যন্ত নিম্নমানের জীবন থেকে উঠে এসেছে। এদের লোভ আকাশচুম্বী । মাঝে মাঝে মনে হয় মানুষের মত চেহারার এ কোন রক্তখেকো জানোয়ার এসে ভরে গেছে সাড়া বাংলাদেশ। সম্পদ ও ক্ষমতার লোভে মনুষত্য ও বিবেক লোপ পেয়েছে এই দলের সকল সদস্যের।

বাঁশখালীর মত একটি সবুজ এলাকাকে এরা বেছে নিয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপণের জন্য। অশিক্ষিত মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি থাকে কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগের সদস্যদের অশিক্ষার সাথে রয়েছে লোভ, লালসা, নির্মমতা, বিবেকহীন হিংস্র পাশবিকতা । টাকা ও ক্ষমতা ছাড়া এরা কিছু বুঝেনা। টাকা আর ক্ষমতাঁর জন্য এরা সাড়া বাংলাদেশকে ধ্বংস করে ফেলতে কুন্ঠাবোধ করবেনা।

বাশখালিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলে উপরের সবুজ ছবি মুঝে যাবে। আর বাঁশখালীর চেহারা হবে নীচের ছবিগুলোর মত
12 10 11 13 14 Eggborough coal-fired power station in North Yorkshire 16

৫ thoughts on “কয়লা বিদ্যুৎ এর কালো ছোবল এবার বাঁশখালী উপজেলাকে ধবংস করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *