রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যৌথসভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না,সিনিয়র সহ-সভাপতি কে.এস. হোসেন টমাস, সহ-সভাপতি মিজানুর রহমান কাওসার, সাইদুল ইসলাম মিলন, শাহীনুর আবেদীন, তানিয়া ইসলাম, রাজু আহম্মেদ বেলাল, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, মজিবুর রহমান দিপু, তারেক কবির, সৈয়দ আব্দুস সোবহান, সালাউদ্দিন ইমন প্রমুখ এছাড়া সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিবসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তেব্যে জনাব জাহাঙ্গীর শিকদার বলেন সরকার বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল বানচালের ষড়যন্ত্র করছে । তিনি বলেন,সরকারের সকল অপকৌশল উপেক্ষা করে দলের নেতাকর্মীরা কাউন্সিলকে সফল করবে।
জনাব জাহাঙ্গীর শিকদার নেতাকর্মীদের বলেন, অবৈধ এই সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা-হামলা দিয়ে দমন-পীড়ন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকারেরই সৃষ্ট অস্থিতিশীল মানবিক বিপর্যয়মূলক পরিবেশের দায়ভার ষড়যন্ত্রমূলকভাবে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে চাপিয়ে দিচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারী, ফ্যাসিবাদী এই সরকার শত ষড়যন্ত্র করেও এই দেশ ও জনগণের মাঝ থেকে শহীদ জিয়া ও তার পরিবার এবং বিএনপিকে মুছে ফেলতে পারবে না।
তিনি নেতাকর্মীদের আরো বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শ বুকে ধারণ করে দলের ভেতরের ও বাইরের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশনেত্রী খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা এগিয়ে যাবো এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো। এছাড়া এতো দিন যারা আন্দোলন, সংগ্রাম ও কর্মসূচি চালিয়ে গেছে এবং যাচ্ছে, সেই সব সাহসী, ত্যাগী, যোগ্য ও সৎ কর্মনিষ্ঠ তরুণ নেতারা বিএনপির আগামী ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে স্থান পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
আপনার দাম্পত্য জীবনকে সার্থক আর মধুময় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে , ফোন তুলুন আর ফোন করুন নাম্বারে , কথা বলুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে । আজ হাজারো যুবক নবজীবন লাভ করেছে ফেমাস আয়ুর্বেদিক ঔষধলায় , কলিকাতা থেকে চিকিৎসা নিয়ে ।আজি আমাদের ফোন করুন আর আমাদের সেবা নিন , ১০০% গ্যারান্টি সহকারে চিকিৎসা দেওয়া হয় , কাজ না হলে মানি ব্যাক গ্যারান্টি ।
আমাদের ফোন নাম্বারঃ
হেড অফিস কলিকাতার নাম্বারঃ +00918334071919
ঢাকা অফিসঃ ০১৯৭৯০০৪৪৭৭
বিঃদ্রঃ কুরিয়ারের মাধ্যমে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়।
HM Chowdhury liked this on Facebook.
ফেমাস আয়ুর্বেদিক ঔষধলায় liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.
Aliar Hossain liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Anika Alam liked this on Facebook.