রামপালে কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদনের কাজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের মানচিত্র থেকে সুন্দরবন বিলুপ্ত হতে যাচ্ছে। নোবেল বিজয়ী ডঃ মোহাম্মাদ ইউনুস এই বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে একটি বাক্যও খরচা করেননি। নোবেল বিজয় করে উনি বাংলাদেশের মুখ উজ্বল করেছিলেন এবং সুন্দরবনের ধ্বংস ঠেকাবার জন্য কোন রকম প্রচেষ্টা না করে উনি বাংলাদেশকে ভারতের কলোনী হিসাবে নীরবে স্বীকৃতি দিলেন। নীরবতা সন্মতির লক্ষণ। অনেকেই বলবে উনার কোন ক্ষমতা নাই। আমি জানি উনি যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের সাথে উঠাবসা করেন । জাতিসংঘের একটি বিশেষ পদে চাকুরী করেন। রামপালে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হলে সুন্দরবন ধ্বংস হবে সেটা ডঃ মোহাম্মদ ইউনুসের চাইতে ভাল আর কেউ জানেনা। উনি নীরব কেনো??
উনি মার্কিন যুক্তরাস্ট্রের বন্ধু
মার্কিন যুক্তরাস্ট্র ভারতের বন্ধু
রামপাল কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভারতের রাস্ট্রিয় প্রতিষ্টান
এই কারণেই কি ডঃ মোহাম্মদ ইউনুস নীরব ?
রামপালে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হলে সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশের আবহাওয়া ভারসাম্য হারাবে। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ। যখন চারিপাশে কোন গাছপালা থাকবেনা তখন বিষাক্ত কেমিক্যাল গ্যাস বাতাসে মিশ্রিত হয়ে রামপাল ছাড়িয়ে সাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই বাতাসে প্রসূতি শ্বাস নিলে পঙ্গু বাচ্চা প্রসব করবে। অনেকেই অসুস্থ হবে। খাদ্যে বিষ মেশানো হচ্ছে, মানুষের মনে বিষ মেশানো হচ্ছে এইবারে বাতাসে বিষ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হবে প্রকৃতিকে সাথে যাবে সবাই যারা এই প্রকৃতির উপরে নির্ভর করে বেঁচে আছে। নোবেল বিজয়ী ডঃ মোহাম্মাদ ইউনুস নীরব কেনো? উনার মেধা তাহলে বাংলাদেশের প্রকৃতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোন কাজেই লাগলো না। উচ্চ শিক্ষা লাভের জন্য ডঃ মোহাম্মদ ইউনুস যে পরিমান টাকা খরচা করেছেন আমার মনে হয় বাংলাদেশের যেকোন পতিতার পেছনে সেই পরিমান অর্থ খরচা করে সেই পতিতাকে যদি উচ্চ শিক্ষা দেওয়া যেতো তাহলে বাংলাদেশের এই দুর্দিনে সেই পতিতা জীবন দিয়ে দিতো।
নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দুর্দিনে কোন কাছে আসেনা সুদিনে লেকচার দিতে আসবেন। কিন্তু সুন্দরবন না থাকলে বিষাক্ত বাতাসে শ্বাস নিয়ে মানুষজন মরে ভুত হলে উনার লেকচার বিদেশীদেরকেই শুনতে হবে। তখন উনি রুপকথা শোনাবেন বিদেশী শ্রোতাদের। নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস শুধুমাত্র অপচয় ছাড়া কিছু না।
Bellal Hossain liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Aysha Khaled liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Nurul Amin Khan liked this on Facebook.