বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন প্রায় ডজনখানেক তারকা

সব ঠিকঠাক থাকলে আসছে আগামী ১৯ মার্চ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি’র কাউন্সিল । সিন্ডিকেটের কবল থেকে বেরিয়ে নতুন বিএনপিকে দেখা যাবে দলটির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে। বিএনপি কেন্দ্রীয় নেতাদের সূত্র বলছে, অতীতের সব আন্দােলনের ব্যর্থতার গ্লানি মুছতে যেকােনো মূল্যে নতুন কমিটির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ পরিকল্পনা রয়েছে দলটির।

এদিকে কাউন্সিল নিয়ে দলের মাঠ পর্যায়ের নেতাদের রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা গেছে। তবে বেশিরভাগ নেতাকর্মীর প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াবে।

প্রতিবেশি দেশ ভারতে অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পীদের রাজনীতিতে সক্রিয়তার প্রচুর দৃষ্টান্ত পাওয়া গেলেও বাংলাদেশে সে হার তুলনামূলক কম। আর আসন্ন কাউন্সিলে বিএনপি যে পাঁচতারকাদের দলে পদ দিচ্ছে তাদের অনেকেই একসময়ে ঝড় তুলেছেন বিনোদন জগতে। এবার তারা রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের রাজনীতিতে সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যোগ্যতা অনুসারে নবগঠিত কমিটিতে অনেককেই স্থান দেয়া হবে। এক্ষেত্রে পদ পেতে যে বিষয়গুলো দেখভাল করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তা মেনেই পদায়ন করা হবে।

জাসাসের যেসকল তারকা বিএনপিতে পদ পাওয়াটা অনেকটাই নিশ্চিত তারা হলেন- দক্ষ সংগঠক জাহাঙ্গীর শিকদার, একুশে পদক প্রাপ্ত ছড়াকার আবু সালেহ, একুশে পদক প্রাপ্ত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এর গীতিকার মনিরুজ্জামান মনি্‌, বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার।

এছাড়া জাসাসের যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন কণ্ঠশিল্পী মনির খান, সঙ্গীত পরিচালক ইথুন বাবু, ফুটবলার আমিনুল ইসলাম, কণ্ঠশিল্পী কনক চাঁপা ,চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জ্বল ও কণ্ঠশিল্পী ন্যান্সির নাম আলোচনা হচ্ছে বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে।

কেন্দ্রীয় নেতারাও বলছেন, তারকাদের মধ্যে যারা সত্যিকার অর্থে তাদের শ্রম, মেধা ও যোগ্যতা দেখিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা সম্ভব হলে পরবর্তীতে আরো অনেকে হয়তো ভালো করে রাজনীতি করার আগ্রহ পাবে।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

১৬ thoughts on “বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন প্রায় ডজনখানেক তারকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *