জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল থানা জাসাস এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।
এসময়ে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করতেই গণতন্ত্রের ধারক ও বাহক দল বিএনপির উপর আঘাত করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করছে, জেলে পুরছে। বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এবং আসন্ন ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল বাধাগ্রস্ত করছে।
জাহাঙ্গীর শিকদার বলেন, অবৈধ এই সরকার যতই বাধা দেক, এবার আর পার পাবে না। সব বাধা অতিক্রম করে বিএনপি কাউন্সিল সম্পন্ন করবে এবং দল গঠনে সৎ, ত্যাগী, কর্মঠ ও তরুণ নেতাদের স্থান দিবে এবং সকল ষড়যন্ত্রকারীরা নিপাত যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অপর দিকে আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র ধ্বংস করছে। দেশ স্বাধীনের পর আওয়ামী সরকার সকল দল-মত বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে। আওয়ামী লীগ দল হিসেবে স্বৈরাচারী এরশাদ সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে এবং সমর্থন করে গণতন্ত্রকে পুঞ্জীভূত করে এরশাদের স্বৈরাচারী ক্ষমতাকে দীর্ঘায়িত করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ১/১১ সরকারকে তাদের আন্দোলনের ফসল বলে তাদের অগণতান্ত্রিক ক্ষমতা দীর্ঘায়িত করতে সহায়তা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংসের অন্তিম প্রান্তে নিয়ে গেছে।
তিনি নেতাকর্মীদের বলেন, তাই সবাইকে সর্তক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একত্বতা প্রকাশ করে কৌশলী শান্তিপূর্ণভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনে শরীক হয়ে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, যুগ্ম সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, শাহ আলম মোল্লা, তারেক কবির, আতাউর রহমান, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. মিজানুর রহমানসহ মতিঝিল থানা জাসাস নেতা মো. আবদুল্লাহ আল মাসুদ, কবি শাহ আলম, জাহাঙ্গীর, মো: টিটু, ফারুক প্রমুখ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম
Saleh Ahmed liked this on Facebook.
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Aliar Hossain liked this on Facebook.
Sha Alam liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
ফেমাস আয়ুর্বেদিক liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Rajukul Islam Raju liked this on Facebook.
Anowar Dhali liked this on Facebook.