ছাত্রদল নিউজ & তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে আজ বিকালে বিগত আন্দোলনে গুম হওয়া বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ এর অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ।।
তার ৬ বছর বয়সী এতিম কন্যা হৃদি হাতে তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে ৬০ হাজার টাকার অনুদান তুলে দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরামুল হাসান ।
এই সময় আরো উপস্থিত ছিলেন তৃনমূল হেল্প সেল এর সম্মানিত উপদেষ্ঠা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও সম্মানিত উপদেষ্ঠা সহ-সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন ভুইয়া,.ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহাবুব , শাহাবুদ্দীন মুন্না এবং তৃনমূল হেল্প সেল এর সম্মানিত সদস্য ফেলানীর ছোট ভাই, মোঃ নাছির উদ্দিন শাওন. এমাদুল হক স্বপন, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি , নাজমুল হোসেন জিকু, মিথুন তালুকদার, শাহরিয়া মামুন রাজু এবং অন্যান কেন্দ্রীয় নেতারা…।।
জিখান/প্রবাসনিউজ২৪.কম
Sohel Biplob liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Aysha Khaled liked this on Facebook.
Muhammed Faruk liked this on Facebook.
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.