অসহায় হৃদির পাশে ছাত্রদল নিউজ & তৃনমূল হেল্প সেল

ছাত্রদল নিউজ & তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে আজ বিকালে বিগত আন্দোলনে গুম হওয়া বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ এর অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ।।

তার ৬ বছর বয়সী এতিম কন্যা হৃদি হাতে তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে ৬০ হাজার টাকার অনুদান তুলে দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরামুল হাসান ।
এই সময় আরো উপস্থিত ছিলেন তৃনমূল হেল্প সেল এর সম্মানিত উপদেষ্ঠা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও সম্মানিত উপদেষ্ঠা সহ-সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন ভুইয়া,.ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহাবুব , শাহাবুদ্দীন মুন্না এবং তৃনমূল হেল্প সেল এর সম্মানিত সদস্য ফেলানীর ছোট ভাই, মোঃ নাছির উদ্দিন শাওন. এমাদুল হক স্বপন, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি , নাজমুল হোসেন জিকু, মিথুন তালুকদার, শাহরিয়া মামুন রাজু এবং অন্যান কেন্দ্রীয় নেতারা…।।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

৫ thoughts on “অসহায় হৃদির পাশে ছাত্রদল নিউজ & তৃনমূল হেল্প সেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *