নেপালের আকাশে বুধবার সকালে ২৩ জন আরোহীকে নিয়ে নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিমানের একজন আরোহীও বেঁচে নেই বলে জানিয়েছেন নেপালের বেসামরিক বিমানমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল।
ম্যাগরি জেলার সলিঘোপটেতে বিমানের পোড়া ভগ্নাবশেষ পাওয়া গেছে।
বুধবার সকালে নেপালের পোখড়া থেকে জমসমের উদ্দেশে রওনা হয় তারা এয়ারলাইনসের ওই বিমান। উড্ডয়নের ৮ মিনিট পরেই বিমানটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি কন্ট্রোল রুম।
অনুসন্ধানের জন্য নামানো হয় ৩টি হেলিকপ্টার। তবে কুয়াশা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
যদিও এয়ারলাইনসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিমানটি ওড়ার সময় পোখরার আকাশ পরিস্কার ছিল।
তাই দুর্ঘটনার কারণ নিয়ে এখনো পরিস্কারভাবে কিছু জানা যাচ্ছে না। বিমানে ছিলেন ২ শিশু সহ ১৮ জন যাত্রী এবং ৫ কর্মী। যাত্রীদের মধ্যে চীন এবং কুয়েতের দুই নাগরিক ছিলেন।
Saif Bin Abdul Mozid liked this on Facebook.
Toriquzzaman Khan liked this on Facebook.
Halim Hossain liked this on Facebook.