ফাঁসিতে ঝোলানোর আগে কারা কর্তৃপক্ষ যুবকটির কাছে জানতে চাইল, মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা কী? যুবকটি এক সেকেন্ড অপেক্ষা না করেই নিঃশঙ্কচিত্তে বলে উঠলেন, ‘আমি ভালো বোমা বানাতে পারি, মৃত্যুর আগে সারা ভারতবাসীকে সেটা শিখিয়ে দিয়ে যেতে চাই।’ উপস্থিত কারা কর্তৃপক্ষ সেদিন বিস্মিত হলো যুবকটির মানসিক দৃঢ়তা আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণাবোধ উপলব্ধি করে। সেদিনের সেই যুবকই হচ্ছেন অগ্নিযুগের মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু , আজ ক্ষুদিরাম নেই, কিন্তু সারা ভারতের মানুষের হূদয়ে ক্ষুদিরাম যে স্বাধীনতার অগ্নিমশাল প্রজ্বালন করেছিলেন, শত চেষ্টা করেও ব্রিটিশ সরকার তা নেভাতে পারেনি। এখানেই ক্ষুদিরামের সার্থকতা।
এবার একুশে বই মেলায় আসলো মোঃ নাজমুল হক পিপিএম এর “মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম” । বাঙলার অগ্নিযুগের মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু কে নিয়ে আগ্রহ সহজাত । এই আগ্রহের উপর পূর্ণ আস্থা রাখাই ছিল লেখকের সর্বোচ্ছ চেষ্টা । বিরল ছবি , আদালতের পূর্ণ রায় , তৎকালীন সংবাদ কাটিং সংযোজন বইটিকে করেছে সমৃদ্ধ । লেখক একজন সাবেক এডিশনাল আইজিপি ।উনার পেশার সাথে বিষয়টা সংশ্লিষ্ট হওয়ায় প্রতিটি তথ্য , উপাত্যের বিন্যাস হয়েছে সুনিপুণ হাতে ।
সুন্দর মোলাটে , অফসেট কাগজে , ঝকঝকে ছাপায় “মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম” বইটি প্রকাশিত হয়েছে দি স্কাই পাবলিশার্স থেকে , সকলের চাহিদার কথা চিন্তা করে দাম রাখা হচ্ছে সকলের ক্রয় সীমার মধ্যে । প্রাপ্তি স্থান দোকান নং ৪৯৮-৪৯৯ সোহরাওয়র্দী উদ্যান ও ঢাকা মেট্রোপলিটান পুলিশ স্টল বাংলা একাডেমি প্রাঙ্গন ।
Shah Nawaz liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.