এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)কাপের হোম এন্ড অ্যাওয়ে পদ্বতিতে ছয়টি ম্যাচের প্রথম খেলায় শেখ জামাল গতকাল টেম্পানিস রোবার্স এফসি’র কাছে ৪-০ গোলে পরাজিত হয়।
এক মনোরম আবহাওয়ায় সিঙ্গাপুর জুরং ওয়েস্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সারে পাঁচটায় খেলাটি শুরু হয়।খেলার প্রথমার্ধে দুইটি এবং বিরতির পর আরো দুইটি সহ মোট চারটি গোল শেখ জামালের গোলপোস্টে প্রবেশ করে।উল্লেখ্য যে একটি গোল আত্বঘাতি ছিলো।খেলাশেষে অধিনায়ক,কোচ এবং ম্যানেজার পরবর্তি ম্যাচগুলোয় ভালো খেলা উপহার দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।
শরীফ,সিঙ্গাপুর হইতে