সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ শরিফ সিংগাপুর থেকে

চিরবসন্তের দেশ এবং বহুভাষার দেশ সিঙ্গাপুরে গতকাল স্বতঃস্ফুতভাবে বাঙালিরা  পালন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ছোট বড় বিভিন্ন সংগঠন অস্থায়ী শহিদ মিনার তৈরী করে একুশের প্রথম প্রহর থেকেই শুরু করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা আর পুষ্পাণ্জলি অর্পন।

দক্ষিন পূর্ব এশিয়ার একমাত্র বাংলা পত্রিকা “বাংলার কন্ঠ” প্রতি বছরের মতো এবারো অস্থায়ী শহিদ মিনারকে সামনে রেখে আয়োজন করেন কবিতা সন্ধা,নাটক এবং স্মৃতিকথা।পত্রিকাটির প্রধান সম্পাদক এ কে এম মোহসীন মালহার তার শুভেচ্ছা বক্তব্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সকলের হৃদয়ের দুয়ার খোলে দেন অতঃপর প্রথম প্রহরে বাংলার কন্ঠ কালচারাল পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈক সংগঠনগুলো তাদের ফুলের ঢালি শহিদ মিনারে অর্পন করে হৃদয়ের অনুভূতি ব্যাক্ত করেন।অনুষ্টানের দ্বিতীয় পর্বে স্থানীয় সাংবাদিক এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একঝাঁক তরুন তরুনীর উপস্থিতিতে বিপ্লবি কবি শ্রমিক মনিরের উপস্থাপনায় কবিতা পরিবেশন করেন বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের বিভিন্ন সদস্যগন।
received_494273667431308
এতে কাজি শিহাব উদ্দিন লিটন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু,মোঃ শরীফ,জহিরুল ইসলাম,কাজি মুন্না,তারেক,ফরহাদ ও শ্রমীক মনির।কবিতা আবৃতি শেষে পরিবেশিত হয় প্রবাসী শ্রমীকদের আর্ত বেদনাময় সম সাময়িক নাটক “অবাঞ্চিত”।এতে প্রধান চরিত্রে অভিনয় করেন নাটকটির রচয়িতা ও নির্দেশক মোঃজাহাঙ্গীর আলম বাবু এবং সাংবাদিক চরিত্রে কাজী শিহাব উদ্দিন লিটন।
received_494273900764618
এছাড়াও বাংলাদেশ হাইকমিশনার থেকে সিঙ্গাপুর পলিটেকনিক হলরুমে এবং অন লাইন ভিত্তিক বিভিন্ন অংগ-সংগঠনগুলো মুক্ত আকাশের নিচে মাতৃভাষার প্রতি গভীর ভালবাসা প্রদান করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন সম্পন্ন করেন।

৪ thoughts on “সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *