আজ ২০শে ফেব্রুয়ারি ২০১৬, শনিবার বিকাল ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর (দক্ষিণ) -এর সভাপতি জাহাঙ্গীর সিকদার। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক খালেদ আহম্মেদ মুন্না, সহ সভাপতি সাইদুল ইসলাম মিলন, সাখাওয়াত হোসেন তুহিন, রাজু আহম্মেদ বেলাল, নোয়াব মাঝি, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, ইরানুল ইসলাম বিপ্লব, মজিবর রহমান, তারেক কবির, সুজন ঢালী, আব্দুল হাই ভূইয়া, রুহুল আমিন, মিজানুর রহমান প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিম্ন লিখিত সিধান্ত গৃহীত হয়।
ক) ২১শে ফেব্রুয়ারি রবিবার সকালে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন।
খ) আগামী ২৪শে ফেব্রুয়ারি রোজ বুধবার নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।
গ) বিএনপি’র আসন্ন ৬ষ্ট জাতীয় কাউন্সিল-২০১৬ উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানা ও ওয়ার্ডে প্রচারণা চালানো হবে।
ঘ) আসন্ন ৬ষ্ট জাতীয় কাউন্সিল-২০১৬ উপলক্ষে সভাস্থলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও ৭ই নভেম্বারের উপর বিভিন্য বুদ্ধিজীবি ও লেখকদের বই এবং লেখা নিয়ে, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ কতৃর্ক প্রকাশিত সিডি’র ভিডিও আকারে প্রচার করা হবে।
সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বলেন, “এই সরকারের সময় দেশে আজ কেউই নিরাপদ নেই। দেশের কোন মা-বোন ও নিরাপদ নেই। বিরোধী দলের উপর প্রতিনিয়ত দমন পীড়ণ চালাচ্ছে। যতো বাধাই আসুক ইনশাআল্লাহ্ বিএনপি’র ৬ষ্ট জাতীয় কাউন্সিল-২০১৬ সফলভাবে সম্পন্ন করতে পারবে। তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাসাস ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেক নেতা-কর্মীকে সতর্ক, সক্রীয় ও সংগ্রামী হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সমস্ত প্রতিকুলতা অতিক্রম করে আমরা এগিয়ে যাবো, ইনশাআল্লাহ্।”
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.
Alhajj Jahangir Alam Shikder liked this on Facebook.
Marop Hossain liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Manik Hossain liked this on Facebook.
Asaduj Jaman Tipu liked this on Facebook.
Joshim Chowdhury liked this on Facebook.