হাসপাতালের বিছানায় নীরবে কাঁদছেন দিতি

ঢাকা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিতি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মস্তিস্কে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাব্যর্থ দিতি ফিরেছেন ভারত থেকে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এ অভিনেত্রীর শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। আর সেরে উঠবেন না তিনি, দাঁড়াবেন না লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে। ইচ্ছে ছিলো নিজের জীবনী নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করবেন তিনি। তেমনটাই জানিয়েছিলেন চিকিৎসার প্রাথমিক অবস্থায় ইন্ডিয়া থেকে ফিরে। কিন্তু সেসব স্বপ্ন স্বপ্নই থেকে গেলো দিতির।

হাসপাতালে প্রিয় দিতিকে দেখতে প্রায়ই যাচ্ছেন স্বজন ও সহকর্মীরা। তেমনই বুধবার রাতে দিতির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন পরিচালক বদিউল আলম খোকন। সেখান থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার দুপুরে বাংলামেইলের সঙ্গে আলাপকালে তিনি জানালেন দিতির অশ্রুসিক্ত নয়নের কথা। বললেন, ‘দিতির শারীরিক অবস্থা আগের মতোই আছে। এক কথায় বলতে গেলে তিনি শুধু বেঁচে আছেন।’

তিনি আরো বলেন, ‘দিতি এখন আর কাউকে চিনতে পারেন বলে মনে হয় না। যাকেই দেখেন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। আর নীরবে চোখের পানি ফেলেন।’

বুধবার হঠাৎ করেই দিতির মারা গিয়েছে বলে গুজব রটে। এ বিষয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘দয়া আপনাররা তাকে মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে সংবাদ প্রকাশ করবেন। তাকে নিয়ে এমন গুজব ছড়ানো উচিত নয়।’

দিতি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাকে মাদ্রাজের ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সেখানকার ডাক্তাররা আশানুরূপ ফলাফল জানাতে পারেননি। তাই চলতি বছরের শুরুতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

৮ thoughts on “হাসপাতালের বিছানায় নীরবে কাঁদছেন দিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *