বৃহস্পতিবার খালেদার সঙ্গে ইউরোপীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দেশের রাজনৈতিক, মানবাধিকার ও শ্রম পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করতে ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধিদল বুধবার থেকে ঢাকা সফর শুরু করছে।

চারদিনের সফরে চার সদস্যের ওই প্রতিনিধিদলের সদস্যরা দেশের মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন, পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিয়ে সরকার ও বিরোধী দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

One thought on “বৃহস্পতিবার খালেদার সঙ্গে ইউরোপীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *