ঢাকা : বিচারপতিদের জন্য আচরণবিধি থাকা দরকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, বিচারপতিরা সম্মানীয়, তাদের আচার-আচরণ অন্যের জন্য অনুকরণীয়। কিন্তু বাস্তব অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, এখন তাদের জন্য আচরণবিধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কারা এ আচরণবিধি তৈরি করবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপরে সরকার প্রধান বিচারপতিকে পরামর্শ দেবে।’
সম্প্রতি বিচারাঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে- বিশেষ করে প্রধান বিচারপতির সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাদানুবাদ, মীর কাসেম আলীর পক্ষে সাবেক বিচারপতি ওকালতি ইত্যাদি বিষয়ে ইঙ্গিত করে মন্ত্রী বিচারকদের জন্য আচরণবিধির কথা বলেন।
আইনমন্ত্রী জানান, দেশে আগের বিভিন্ন আইনে যেসব মৃত্যুদণ্ডের বিধান আছে সেসব বহাল থাকবে এবং নতুন যেসব আইন হবে সেখানে মৃত্যুদণ্ড কিভাবে পরিহার করা যায় সে ব্যাপারে বিবেচনা করছে সরকার।
এ বিষয়ে মন্ত্রী উদাহারণ টেনে বলেন, ‘খাদ্যদ্রব্য ভেজাল বিরোধী খসড়া আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সেটা চূড়ান্ত আইনে বাদ দেয়া হয়েছে।’
মামা মামা liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Nurul Amin Khan liked this on Facebook.
Sûjõñ Âhmëd liked this on Facebook.