হায়-রে ড. ইউনূস। যার নাম শুনে সরকারের মন্ত্রীদের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়। চলে গেলেন আওয়ামী লীগের অন্য নেতারাও।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে ডিনার অনুষ্ঠানে রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগত অতিথি হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করতেই এমনটি ঘটে গেল।ওই অনুষ্ঠানে এ নোবেল বিজয়ীর নাম ঘোষণার পরপরই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেছেন কয়েকজন সিনিয়র মন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা।
অনুষ্ঠানস্থল ত্যাগকারীরা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মহাজোটের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়া মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার পর উপস্থিত আরও কয়েকজন দলীয় নেতাও চলে যান বলে জানা গেছে।
পত্রিকাটির ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিত থাকার খবর আগে থেকে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জানতেন না বলে নির্ভরযোগ্য সূত্রে গণমাধ্যম জানতে পেরেছে।
সূত্র জানায়, যেহেতু ড. ইউনূস ইতোমধ্যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন, তাই তার উপস্থিতিতে মন্ত্রীরা বিব্রত বোধ করায় অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন।
উৎসঃ ঢাকাটাইমস
Moin Ahmed liked this on Facebook.
Shafiul Alam Rayhan liked this on Facebook.
Monir Hossain liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Md Ismail liked this on Facebook.
Md Parves liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Sûjõñ Âhmëd liked this on Facebook.