বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রতিবাদে জেড ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চলের উদ্যেগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্তি প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেড ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান কামাল ।
সভায় নেতৃবৃন্দ বলেন – জোর করে হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় চিরদিনের জন্য টিকে থাকা যায় না । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলাসহ সকল মামলা প্রত্যাহারের জন্য আহবান জানাচ্ছি ।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন, মোঃ মোশাররফ, দুলাল হোসেন, আব্দুল হক ইলিয়াস, আবদুর রহিম, মোঃ শাহজাহান, কাজী জালাল সৌদী আরব জেড ফোর্স পশ্চিম অঞ্চল নেতৃবৃন্দ ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
Sohel Biplob liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.