“আরব আমিরাতের ভিসা প্রত্যাশিদের জন্য সু খবর।
আরব আমিরাতে ভিজিট ভিসা প্রদানে আগের তুলনায় কিছুটা সহজতর করা হয়েছে, ৩০ দিন বা ৯০ দিনের জন্য আপানার ভিসা সংগ্রহ করতে পারবেন”…………… এ ধরণের খবরের সুযোগ নিয়ে আদমব্যাপারীদের অসাধু চক্র দেশে এবং প্রবাসে সহজ সরল বাংলাদেশী ভাইদের প্রতারিত করতে উঠে পড়ে লেগেছে। এদের কাছ থেকে সাবধান।ভিজিট কিংবা ট্যুরিস্ট ভিসায় আমিরাত এসে এমপ্লয়মেন্ট ভিসা পাওয়ার স্বপ্ন দেখার আপাততঃ কোন সুযোগ নেই। ইউ এ ইতে বাংলাদেশীদের ভিসা খোলার আনুষ্ঠানিক সরকারী ঘোষণা এবং তা দেশের শীর্ষ স্থানীয় মিডিয়াগুলোতে সম্প্রচারিত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে সতর্ক থাকুন।
সাড়ে তিন বছর আগে বাংলাদেশের ভিসা যখন চালু ছিল তখন ভিজিট ভিসায় অনেকে এসে পছন্দমত চাকুরী খুজে নিয়ে এমপ্লয়মেন্ট ভিসা লাগিয়েছেন অনেকেই। তখন প্রেক্ষাপট ছিলো ভিন্ন। আগে পরিবর্তনের জন্য এ দেশের বাইরে যেতে হতো, এখন তারও প্রয়োজন পড়বে না, এদেশে থেকেই নির্ধারিত ফি দিয়ে ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসায় আসা যাবে। কিন্তু সব কিছু সম্ভব হবে এ দেশে কেবল বাংলাদেশীদের ভিসা খুললেই। অনেকে হয়তো এভাবে প্রতারণা করতে পারেন যে ভিজিট ভিসায় যান, ১৫ দিনের মধ্যেই ভিসা খুলছে…এ ধরণের ভুয়া আশ্বাসের মিথ্যা ফাঁদে পা দেবেন না। এদেশে ১২ লক্ষ প্রবাসী বাংলাদেশীর অভিভাবক স্বয়ং রাষ্ট্রদূত মহোদয়েরও জানা নেই ভিসা ঠিক কখন খুলবে।
তবে এটা ঠিক যে ভিসা খোলার উপযুক্ত পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। তবে ভিসা খোলার সঠিক দিন খণ না জেনে, যাচাই বাছাই না করে আপনার কষ্টার্জিত অর্থ ভিসা ব্যাপারীদের হাতে তুলে দিয়ে পরে দেয়ালে মাথা ঠোকার কোন মানে হয় না।
তাই সাবধান।
Mohammad Akram liked this on Facebook.
Shahabuddin Ahmed liked this on Facebook.
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.
Urmee Khanam liked this on Facebook.
Bakhtiar Uddin liked this on Facebook.