প্রশ্ন ফাঁস হবে না, আশা মন্ত্রীর

সোমবার ঢাকার তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “যে ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা আশাবাদী, প্রশ্ন ফাঁস করা সম্ভব না।”

সোমবার সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

গত দুই বছর ধরেই এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ায় এবার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষামন্ত্রী বলেন, “ফেইসবুকে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো হলে বিটিআরসি ব্যবস্থা নেবে। দয়া করে গুজবে কান দেবেন না, কোনো ভ্রান্তিতে পড়বেন না।”

সেইসঙ্গে শিক্ষকদেরও পরীক্ষার খাতা মূল্যায়নে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন নাহিদ।

“আমরা কম পাস করার প্রেশারে নেই। যে যা নম্বর পাবে তাকে সেই নম্বরই দেবেন। কাউকে কম বা বেশি দেবেন না।”

শিক্ষকদের ‘অতি উৎসাহী’ হতে নিষেধ করে তিনি বলেন, “কোনো শিক্ষক অতি উৎসাহী হয়ে বলবেন না যে শিক্ষার্থীদের বেশি নম্বর দিতে বলা হয়েছে। এ ধরনের কথা বললে আমরা ব্যবস্থা নেব।”

 

One thought on “প্রশ্ন ফাঁস হবে না, আশা মন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *