অবশেষে বাংলাদেশের জন্য ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা উন্মুক্ত করলো ফেসবুক কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে মেসেঞ্জার অ্যাপে এই ফিচারটি যুক্ত থাকলেও তা বাংলাদেশের জন্য ডিজেবল ছিল। নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য দেশগুলোতে এ সুবিধা ছিল না। বর্তমানে বাংলাদেশের ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধা খুলে দিয়েছে ফেসবুক।
প্রায় সব দেশে ভিডিও কলিং সুবিধা যুক্ত করার বিষয়টিকে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুরুতে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলো। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।
MD Jahangir Alam liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Zohurul Haq liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Abdul Mannan Mannan liked this on Facebook.
Mohammad Shahidul Islam liked this on Facebook.