দুই বিয়ে না করলে কারাদণ্ড

ঢাকা: প্রাপ্তবয়স্ক হলে বিয়ে তো করবেনই। কিন্তু একটা বিয়ে করলে চলবে না। অন্তত দুটো বিয়ে করতেই হবে। দেশের সব পুরুষের জন্য এমনই ফতোয়া জারি করেছে এরিট্রিয়া কর্তৃপক্ষ। এ নির্দেশ অমান্য করলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হবে। আর এক্ষেত্রে কোনো স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন তবে তাকেও শাস্তি পেতে হবে। এমন আইনই চালু করছে দেশটির কর্তৃপক্ষ।

আফ্রিকার একটি ছোট দেশ এরিট্রিয়া। এর জনসংখ্যা চৌষট্টি লক্ষের কিছু কম। এর এক পাশে সুদান আর ইথিওপিয়া,এক পাশে জিবুটি এবং আর এক দিকে লোহিত সাগর। ইথিওপিয়া কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন এরিট্রিয়ার জন্ম হয়েছিল ১৯৯৩ সালে। এর পর ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দু’বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলে ইথিওপিয়া ও এরিট্রিয়ার মধ্যে। ওই যুদ্ধে বহু পুরুষ নিহত হয়েছিলেন। তখন থেকেই দেশটিতে নারীর অনুপাতে পুরুষের সংখ্যা কমতে শুরু করে। এই নারী-পুরুষ অনুপাতের যুক্তি দেখিয়েই সম্প্রতি জারি করা হয়েছে এই বিতর্কিত ফতোয়া।

কেনিয়ার এক ওয়েবসাইটে এই তথ্য ছড়িয়ে পড়তেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ওই ফতোয়ায় বলা হয়েছে, বহুগামিতা নিয়ে ঈশ্বরের আইন মেনে চলতে এবং দেশে পুরুষ কমে যাওয়ার কারণে পরিস্থিতি বিবেচনা করেই এরিট্রিয়া সরকারের ধর্ম সংক্রান্ত দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রত্যেক পুরুষ অন্তত দু’টি বিয়ে করবেন এবং যে পুরুষ তা করতে অস্বীকার করবেন তাকে কঠোর পরিশ্রম সহ যাবজ্জীবন কারাদন্ড দেয়া হবে। আর এক্ষেত্রে যে নারী তার স্বামীকে আবার বিয়ে করতে বাধা দেবেন তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।

৪ thoughts on “দুই বিয়ে না করলে কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *