মুক্তিযুদ্ধে যার ভূমিকা নেই তাকেই জাতির পিতা বানানো হচ্ছে: রিজভী

ঢাকা : বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের ‘প্রত্যক্ষ ভূমিকা’ না থাকলেও তাকে জোর করে জাতির পিতা বানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত চিকিৎসক সমাবেশে এ অভিযোগ করেন রিজভী।

রিজভী বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখেননি। কীভাবে যুদ্ধ হয়েছে তিনি তাও দেখেননি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা নেই তাদেরকে জোর করে জাতির পিতা ও স্বাধীনকার ঘোষক বানাতে চান, তাহলে আপনার র‌্যাব পুলিশ দিয়ে অনেককে গ্রেফতার করাতে পারেন, মানিকদের মতো বিচারকদের দিয়ে ইতিহাসের পাতা পাল্টে দিতে পারেন, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে যে ইতিহাস রচিত আছে আপনি হুমকি দিয়ে, আদালতের নির্দেশ দিয়ে কখনও সেটা মুছে দিতে পারবেন না।’

One thought on “মুক্তিযুদ্ধে যার ভূমিকা নেই তাকেই জাতির পিতা বানানো হচ্ছে: রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *