দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতির মাত্রা ক্রমাগত বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর এক ধাপ এগিয়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম, আর ২০১৩ সালে ছিল ১৬তম স্থানে।
বুধবার সকালে বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) টিআই দুর্নীতির ধারণা সূচক ২০১৫ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে বুধবার সকালে এ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদন অনুসারে বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সোমালিয়া অপরদিকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ডেনমার্ক।
এ সময় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।
Moin Ahmed liked this on Facebook.
MD Uzzol Baruniya liked this on Facebook.