অবলিম্বে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শামসুন্নাহার হল প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের স্বাধীনতার জন্য দুই শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে দুৎসহ ফেরার জীবন যাপনের পর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বিজয় দিবস পর্যন্ত বন্দী ছিলেন।
সোহান বলেন, এমন মুক্তিযোদ্ধা পরিবারের বর্তমান অভিভাবক খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে দেশের সকল শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাকে অপরমান করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশে পাকিস্তানী প্রেতাত্মাদের এই দুঃসাহস কিভাবে হলো এমন প্রশ্ন রেখে শহীদ জিয়ার পরিবারের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্রকে সর্বাত্মকভাবে প্রতিরোধের ডাক দেন ছাত্রদল নেতা সোহান।
জাতীয়তবাদী ছাত্রদলের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে জাতীয়তাবাদী আদর্শের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও সমাবেশে ঘোষণা দেন সোহান।
এ সময় দেশনেত্রীবেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেকোনষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সমগ্র ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা ইয়াসিন আলী, সহ- সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক কেন্দ্রীয় সদস্য আবু ফয়সাল জিহাদ, ঢাবি ছাত্রনেতা হাফিজুর রহমান, ইমরান হোসেন, পার্থ দেব মণ্ডল, আলমগীর কবির, আমিনুর রহমান আমিন, আনিসুর রহমান শামীম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুতাসিম বিল্লাহ, সাইফুজ্জামান, এম এম মুসা, সফিকুল ইসলাম, হারুনুজ্জামান, সজিব, শামিম, আকতারুজ্জামান, তৌহিদ, রঞ্জু, শিমুল, ফারুক, সদ্দাম ( মুজিব হল), সাদ্দাম (এফ রহমান হল) প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মিঠু, ঢাকা কলেজের মাসুদ রানা, এমদাদুল হক রয়েল, আব্দুল্লাহ আল মামুন, রানা রহমান, মিল্লাদ হোসেন, মেসবাহ আহমেদ, তিতুমীর কলেজের মেহেদি ,আলীয়া মাদ্রাসার রোকনুজ্জামানসহছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Moin Ahmed liked this on Facebook.
Raziuzzaman Rasel liked this on Facebook.
MD Uzzol Baruniya liked this on Facebook.
Alamin Sarkar liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Tania Chowdhury liked this on Facebook.
Adibul Haque Al-amin liked this on Facebook.