আজান শুনে ক্ষ্যাপছো দিদি

আরিফ আজাদ
আজান শুনে ক্ষ্যাপছো দিদি, শব্দদূষন-বলছো ধ্যাৎ
দাঁড়ি-টুপি খুব সেকেলে, হিজাব-নেকাব হচ্ছে ক্ষ্যাত
ঈদ-কোরবান বর্বরতা, বাকাচ্ছ মুখ নিজ ঢঙে
পূজো এলেই সাজাও মাথা সিঁধুর দিয়ে লাল রঙে
দাঁড়ি দেখলে জঙ্গী বলো, পাঞ্জাবিতে ঝাড়ছো রাগ
তুমিই আবার হিন্দুয়ানার পোশাক পরার দিচ্ছ ডাক
ক্রিসমাস আর থার্টি ফাষ্টে মদ খে তুমি হচ্ছ টাল
পড়লে নামাজ,করলে হিজাব,দিচ্ছ আবার তাদের গাল
নাভি দেখায় পরলে শাড়ি বলছো সেটা সংস্কৃতি
শাঁখা পরে, সিঁধুর দিয়ে, বানাচ্ছ আজ সব রীতি
মন্দিরের কাসার আওয়াজ তোমার লাগে বড্ড খুব
হয়না তখন শব্দদূষণ? তখন কেন থাকছো চুপ?
অ্যামেরিকায় খেয়ে-পরে বাঙালিয়ানার নিচ্ছো বেশ-
হিজাব দেখলে জাত চলে যায়, বলছো দেশটা করলো শেষ;
নামাজ-টুপি-হিজাব-দাঁড়ি তোমার আঁতে সেঁধছে বাঁধ
দেশে নাকি হচ্ছে লালন, পালন হচ্ছে মৌলবাদ
বলছি দিদি, দেশটা কি গো তোমার বাপে করছে দান?
মুসলমানের ধর্ম নিয়ে তোমার কেন যাচ্ছে প্রাণ?
তোমার কেন পিত্তি জ্বলে মুয়াজ্জিনের শুনলে ডাক?
তোমার চলায় ক’জন বেজার? ক’জন বলি করছে রাগ?
যুদ্ধে দিদি শহীদ যারা তাদের ক’জন রাম-সীতা?
ক’জন ছিল মুসলমান আর,পড়তো ক’জন বেদ-গীতা?
বার আউলিয়ার পূণ্য-ভূমি, তিতুমিরের রক্ত দাগ-
খোদার কসম!সইবোনা আর করতে চাইলে দেশটা ভাগ;
এই দেশ হলো মুসলমানের,তোমরা কে হে জানজুয়া?
সমস্যা খুব? বর্ডার কাছেই, পার হয়ে যাও ইন্ডিয়া।

৯ thoughts on “আজান শুনে ক্ষ্যাপছো দিদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *