‘সুইস ব্যাংকে টাকা জমাকারীদের তালিকা প্রকাশ করুন’ – খন্দকার মাহবুব হোসেন

২০০৮ সালের পর সুইস ব্যাংকে যারা টাকা জমা করেছে তাদের নামের তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মা কাঁদছে স্বাধীনতা’ শিরোনামে একটি গানের সিডির মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ জাহাঙ্গীর শিকদারের উদ্যোগে এ আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। বড়াই করে বলেছেন, এ টাকা এনে উন্নয়নের জোয়ার বয়ে দেবেন। আমরা বলেছি, জোয়ার বয়ে যাওয়ার আগে কারা এ টাকা রেখেছেন তাদের তালিকা প্রকাশ করুন। ২০০৮ সালের পর তো বিএনপি ক্ষমতায় ছিল না, তাহলে এ টাকা কারা পাঠালো প্রশ্ন রাখেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এ সরকার দেশে গণতন্ত্র হরণ করেছে। তারা গণতন্ত্রের কথা ভাবে না, তারা চায় চিরদিন ক্ষমতায় থাকতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য আতঙ্কের মূর্তিমান প্রতীক। তিনি বলেন, বিরোধী দল আতঙ্কের মধ্যে থাকছে। দেশে গণতন্ত্রের ন্যূনতম কিছু নেই। আর এ কাজটি করেছে বিচারপতি খায়রুল হক। তাই তাকে আগে গ্রেপ্তার করা উচিত। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি মনে করেছেন আপনি চিরদিন ক্ষমতায় থাকবেন আর বিচারপতি খায়রুল হক থাকবে, তবে আপনি আর খায়রুল হক কেউই থাকবেন না, থাকবে জনগণ। খায়রুল হকের বিচার হবেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) লতিফ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ বক্তব্য দেন।

২০ thoughts on “‘সুইস ব্যাংকে টাকা জমাকারীদের তালিকা প্রকাশ করুন’ – খন্দকার মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *