আগামী ২১শে জানুয়ারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলয়াতনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন –
অ্যাডভোকেট আহমেদ আজম খান-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
শাহজাহান মিয়া – যুগ্ন মহাসচিব , বিএনপি
মাহবুব উদ্দিন খোকন – যুগ্ন মহাসচিব , বিএনপি
গাজী মাযাহারুল আনোয়ার – সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি
কর্নেল আব্দুল লতিফ – ক্রীড়া বিষয়ক সম্পাদক, বিএনপি
রেজাবুদৌল্লাহ চৌধুরী- বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক
খোরশেদ আলী মোল্লা – সাবেক সভাপতি জাসাস, জাতীয় নির্বাহী কমিটি
হাবিবুর রহমান হাবিব -সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি
সায়েদ ইমরান সালেহ প্রিন্স- সহ-প্রচার সম্পাদক, বিএনপি
আসাদুল করিম শাহীন – সহ দপ্তর সম্পাদক, বিএনপি
তাইফুল ইসলাম টিপু- সহ দপ্তর সম্পাদক, বিএনপি
উক্ত সভার সভাপতিত্ব করবেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
Rezina Akhter liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Younus Khan liked this on Facebook.