গোপালগঞ্জ জেলার সদর থানার গোপীনাথপুর গ্রামের মরহুম সেকান্দার শিকদারের পুত্র সাহাবুদ্দীন বিগত ১০ বছর ধরে প্রবাসে আছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তিনি। আল কুজ এ বসবাসকারী সাহাবুদ্দীনের সহকর্মী ও রুমমেট তারেক, কালাম, জাহেদ ও সঞ্জয়ের সাথে আলাপ করে জানা যায় সেদিন রাত আটটার মধ্যে ফেরার কথা থাকলেও না ফেরায় তারা তাঁকে ফোন দিতে থাকেন। রাত ১০ টা অব্দি তাঁর মোবাইল ফোন খোলা পাওয়া যায়। এর পর থেকে ফোন বন্ধ। তারা আজো রাতে রুমের দরোজা খোলা রেখে ঘুমান সহকর্মী সাহাবুদ্দীনের ফেরার আশায়, তার মোবাইলে রিং দেন আশায় আশায়। প্রবাসে থাকা তাঁর প্রতিবেশীরাও প্রাণান্ত চেষ্টা করছেন সাহাবুদ্দীনের খোঁজ পেতে।
আদরের কন্যা লামিয়ার জন্য নেয়া কানের দুল, দেশে নেয়ার জন্য কেনা এলইডি টিভি, ব্যবহারের ইউনিফর্ম সহ অন্যান্য জিনিষপত্র যেখানে ছিল সেখানেই আছে। ফেইসবুক এ আসক্তি থাকা সাহাবুদ্দীনের জীবন্ত ছবি যেনো কথা বলে আজো। মাঝখান থেকে মানুষটি কেবল নেই। বৃদ্ধা মা, স্ত্রী মুরশিদা মৌসুমি ,কন্যা লামিয়া সুমি(১১) ও পুত্র আছনান (৭) এখনো পথ চেয়ে আছে তাদের সবচে প্রিয় মানুষটির জন্য।
বাংলাদেশ দূতাবাস, স্থানীয় পুলিশ ও তাঁর কোম্পানিকে সাহাবুদ্দীনের নিখোঁজ হওয়ার ব্যাপারে জানানো হয়েছে, তা সত্ত্বেও আজো তাঁর সন্ধান মেলেনি। ফলে সবার মাঝে বেড়ে চলেছে উদ্বেগ, উৎকন্ঠা।
Moin Ahmed liked this on Facebook.
Cmi Sagor liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.