এখন থেকে লেবার কন্ট্রাক্ট পাবেন বাংলায়ও

ইউএই’র শ্রম মন্ত্রণালয় বাংলাসহ ১১টি ভাষাকে অনুমোদন দিয়েছে যাতে একজন ওয়ার্কার লেবার- কন্ট্রাক্ট জব-অফার সহ চাকুরীর সুযোগ সুবিধার খুঁটিনাটি শর্ত জানতে পারেন।
আরবী ও ইংরেজী হবে সকল কার্যক্রমে মূল দুটি ভাষা ,তার পাশাপাশি থাকবে আপনার নিজের ভাষা।
যারা নতুন চাকুরীতে আসছেন কিংবা যারা কর্মস্থল পরিবর্তন করবেন উভয় ক্ষেত্রে একজন কর্মজীবীর বোঝার সুবিধার জন্য ০১ জানুয়ারী হতে কার্যকর হওয়া নতুন লেবার ল’তে এই যুগান্তকারী পদক্ষেপটি নেয়া হয়েছে।
মন্ত্রণালয় কর্মদাতা এবং কর্মজীবীর মধ্যে কাজ,কাজের শর্তাবলী, কর্মজীবীর প্রাপ্য ও অধিকারসহ সব বিষয়ে স্বচ্ছতা আনতে চায়। একজন ওয়ার্কার যখন তার নিজ দেশে থাকতেই তাকে বিদেশে যেয়ে কি কাজ করতে হবে, কাজ কয় ঘণ্টা ওভারটাইম,কত বেতন, থাকা খাওয়ার সুবিধা কি সব খুঁটিনাটি বিষয় আগে থেকে জানেন তাহলে অনেক সংঘাত এড়ানো যায়। ইউ এ ই”র শ্রম মন্ত্রণালয় এই মর্মে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছে যে যদি একথা প্রমাণিত হয় যে কোন মালিক তার ওয়ার্কারকে কাজ, বেতন,কাজের শর্ত ,সুযোগ সুবিধার বিষয়গুলো ওয়ার্কারের কাছ থেকে লুকিয়েছে তাহলে তাকে ২০ হাজার দিরহাম জরিমানা দেয়া হবে।

১১ thoughts on “এখন থেকে লেবার কন্ট্রাক্ট পাবেন বাংলায়ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *