ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে দিল্লী গেছে ১২ সদস্যের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দল। মেজর মুন্সী মাহবুবের নেতৃত্বে দলটি ২৮ জানুয়ারি পর্যন্ত দিল্লীতে অবস্থান করবে। বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ২৫ জানুয়ারি দলের সঙ্গে দিল্লীতে যোগ দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, ক্যাডেট দলে ৬ জন করে পুরুষ ও নারী সদস্য রয়েছেন। ১৫ জানুয়ারি দলটি ঢাকা ছাড়ে। ২৯ জানুয়ারি দেশে ফিরবে দলটি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৫ সদস্যের প্রতিনিধি দলটি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্যারেড উপভোগ করা ছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রীর এনসিসি প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
এছাড়া দলটি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় কর্মকর্তা ও ক্যাডেটগণ অন্যান্য দেশের অংশগ্রহণকারী এনসিসি কর্মকর্তা ও ক্যাডেটদের সাথে পারস্পারিক মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে আলাদাভাবে জানানো হয়, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ২৫ জানুয়ারি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৩০ জানুয়ারি ঢাকায় ফিরবেন।
Moin Ahmed liked this on Facebook.
Md Ali Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.