অর্থমন্ত্রী জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জন্ডিসে আক্রান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

অর্থমন্ত্রীর পাশপাশি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকও জন্ডিসে আক্রান্ত, এর ফলে বিনিয়োগ কমে গেছে বলে দাবি জনপ্রশাসন মন্ত্রীর।

আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। দেশের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের ব্যবসার জ্ঞান ও অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন সৈয়দ আশরাফ।

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এসময় তিনি জেলার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন। সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ কমে যাওয়ার জন্য ব্যাংকের উচ্চ সুদের হারকে দায়ী করেন তিনি। এজন্য অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমালোচনা করেন তিনি।

এছাড়া দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যবসায়িক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন তিনি।

সরকার দেশের উন্নয়নের স্বার্থে শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করছে জানিয়ে সৈয়দ আশরাফ ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।

৫ thoughts on “অর্থমন্ত্রী জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *