রংপুর : বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা। সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের সেই চেতনা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে রংপুরের খলেয়া গঞ্জিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।
প্রতিটি সেনা সদস্যকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের বিজয়ের চেতনা। সেই চেতনা বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’
শেখ হাসিনা বলেছেন, ‘জনগণই দেশের শক্তি। আর সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’
এর আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুপুর ১২টায় পাগলাপীরের খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এরপর দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী।
পরে দরবার হলে ভাষণ প্রদান শেষে বিকেল তিনটার সময় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।
এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
Imam Uddin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.