২ বছর পর মুক্তি পেলেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন আজ বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার ১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, ২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হন খন্দকার মোশাররফ হোসেন। এরপর তাঁকে ওই বছরের ১৬ মার্চ ঢাকা থেকে এ কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবশেষ মানি লন্ডারিং মামলায়ও জামিন পান তিনি। মঙ্গলবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই করে আজ বিকেল ৪টা ২০ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় কারাফটকে ড. খন্দকার মোশারফ হোসেনের পরিবারের সদস্য ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

৬ thoughts on “২ বছর পর মুক্তি পেলেন খন্দকার মোশাররফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *