শামীম ওসমান হাত দিলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে

নারায়ণগঞ্জ : ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান হাত দিলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে, এমনটাই দাবি করেছেন শামীম ওসমান নিজেই। তবে নেগেটিভ সংবাদ না করে তথ্যগত সংবাদ পরিবেশনের দাবি জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোরও কঠোর সমালোচনা করেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘নেগেটিভ নিউজ করতে হলে করপোরেট হাউজ লাগে না নেগেটিভ চিন্তা করতে হয়। যে ব্যক্তি মাথায় নেগেটিভ চিন্তা করে সেই নেগেটিভ নিউজ করতে পারে। লোকাল পত্রিকাগুলোর কি আছে, কি লিখে এটা আমরা জানি। প্রত্যেকের চরিত্র সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। আমরা এসব মাথায় নেই না। যদি আমরা হাত দেই তাহলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে। কোথায় প্রেস, কার কতো শিক্ষাগত যোগ্যতা, এসব কিছু সংবাদপত্রের জন্য লাগে। আমরা একটা ডিউ লেটার দিবো সব পত্রিকা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করি না। চলেন আমরা একে অপরের সাহায্য করি। কি হয়ে গেছে তা নিয়ে না ভেবে নতুনভাবে কাজ করি।’

নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ এলাকা দাবি করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ সন্ত্রাসী নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সন্ত্রাসের নারায়ণগঞ্জ। এ নারায়ণঞ্জের সাংবাদিকরাই লিখে আমাদের নারায়ণগঞ্জটাকে সন্ত্রাসী নারায়ণগঞ্জ বানিয়ে দিচ্ছে। যারা লিখছেন তারাও নারায়ণগঞ্জে বসবাস করেন। দুইএকজন ঢাকায় থাকেন। নারায়ণগঞ্জে দুইটি নির্বাচন হয়েছে, যা সারা বাংলাদেশের মধ্যে নিরপেক্ষ নির্বাচন। আমি মনে করি নারায়ণগঞ্জ শান্তিপূর্ণ এলাকা। ক্ষমতা দেখবেন নারায়ণগঞ্জের আশেপাশের কয়েকটা এলাকায় খবর নিয়ে দেখেন, সেখান শুধুমাত্র ছাত্রলীগের ঠেলায় থানার ওসিরা চেয়ার বসে থাকতে পারে না। সাংবাদিক বসে থাকবে তো দূরের কথা। বিরুদ্ধে লিখবেন দিনের বেলায় লিখবেন রাতে ঠ্যাং ভঙে দেবে, রাতের অন্ধকারে তাকে চিনতেও পারবেন না। এদের থেকে আমাদের নারায়ণগঞ্জ অনেক ভালো। আমার ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবেন না। আজ পর্যন্ত কোনো অভিযোগ উঠেও নাই। তাই বলি যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে তথ্যগতভাবে নিউজ দেন। আমরা ব্যবস্থা নেবো। এক মণ দুধে এক ফুট চেনা দিতে দেবো না।’

এছাড়াও এমপি শামীম ওসমান বলেন, ‘গুটি কয়েক মিডিয়া এখন নিউজ তৈরি করে, যা ভালো কাজ না। নিউজ তৈরি না করে যা ঘটনা সেটাই তুলে ধরা উচিত। এর মধ্যে কালের কণ্ঠের আমি ভিন্নতা দেখেছি। এ অফিসে গেলে এর অফিস ডেকোরেশন, সম্পাদক ও সাংবাদিকদের গুণগত মান চোখে পড়ে। কালের কণ্ঠ তার স্বকীয়তা রেখেই এগিয়ে চলেছে।’

‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুতা, সন্ত্রাস’ এ ৫টি অপরাধকে গুরুতর উল্লেখ করে এসব রোধে সকলের সহযোগিতা চান শামীম ওসমান। তিনি বলেন, ‘১২ জানুয়ারি আমরা শহরের চার পয়েন্টে যানজট নিরসনে মাঠে নামবো। আমরা চাচ্ছি উন্নত একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে। আগামী ৩ বছর ক্ষমতার সময়ে বেঁচে থাকলে সেটা সম্ভব মনে করছি।’

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের জেলা কমিটির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি গোপীনাথ দাস, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি তাপস সাহা প্রমুখ।

৮ thoughts on “শামীম ওসমান হাত দিলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *