খালিদ হাসান মিলুর গানে ইমরান

ঢাকা: খালিদ হাসান মিলু ও কনকচাঁপার ‘অনেক সাধনার পর’ গানটিকে নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ইমরান। গানটির রিমেক করছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘নিয়তি’তে থাকবে গানটি।

বাংলামেইলকে জানালেন, আসল গানের সুরটাকে ঠিক রাখা হয়েছে। তবে সঙ্গীতায়োজনে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। গানের আমার সঙ্গে সুর মেলাবেন ভারতীয় আরেকজন নতুন শিল্পী। আশাকরি কাজটা ভালো হবে’। গানটির সুর করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীতায়োজন করেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী সানভি।

উল্লেখ্য, জাকির হোসেন রাজুর ‘নিয়তি’তে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা জলি।

৪ thoughts on “খালিদ হাসান মিলুর গানে ইমরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *