ঢাকা: সোমবার ভোর ৫ টা ৫ মিনিটে বাংলাদেশসহ ভারত, মিয়ানমার কেঁপে ওঠে শক্তিশালী ভূমিকম্পে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। এই ভূমিকম্পে প্রাণহানীর ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে বাংলাদেশীদের প্রতিও সহানুভূতি জানিয়েছেন।
স্ট্যাটাসটি জুকারবার্গ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ টা ১২ মিনিটে পোস্ট করেন। সেখানে জুকারবার্গ লিখেছেন, ‘একটি ভয়াবহ ভূমিকম্প উত্তর পূর্ব ভারতে আঘাত হেনেছে। এজন্য আমরা সেখানে সেফটি চেক অপশন চালু করেছি। যাতে মানুষ তাদের পরিবার এবং বন্ধুদের জানাতে পারে যে তারা নিরাপদ আছেন।’
জুকারবার্গ তার স্ট্যাটাসে বাংলাদেশের কথাও উল্লেখ করে লিখেছেন, ‘ভূকম্পনটি বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালেও আঘাত হেনেছে। আপনি যদি এর কাছাকাছি কোন এলাকায় থাকেন, আমরা আপনাকে একটি নটিফিকেশন বার্তা পাঠাবো যা দিয়ে আপনি সেফটি চেক শেয়ার করতে পারবেন। আপনি নিরাপদ আছেন জানার সাথে সাথে আপনি যাদের নিয়ে চিন্তা করেন তারাও নিরাপদ আছে তাও জানতে পারবেন এই অপশনে ‘
আক্রান্ত এলাকার লোকদের প্রতি সহানুভূতিশীল জানিয়ে জুকারবার্গ লিখেছেন, ‘আমি আশা করি আপনি এবং আপনার প্রিয় মানুষেরা নিরাপদে এবং সুস্থ থাকুক।’
জুকারবার্গ তার স্ট্যাটাসে সেফটি চেক চালু করার জন্য একটি লিংকও দিয়েছেন: https://www.facebook.com/safet…/manipurearthquake-jan03-2016
জুকারবার্গের স্ট্যাটাসটি ৮৩ হাজার ৫১৫ লাইক এবং ৭ হাজার ৫০ বার শেয়ার দেয়া হয়।
Jahangir Kabir liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Saifur Rahman liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.