লক্ষ্মীপুর: ‘শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলনীতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার দিনব্যাপী উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
সকালে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন ও কলেজ ছাত্রলীগ নেতা রাফসান জান বাপ্পিসহ প্রমুখ।
এদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তারা। দুপুরে আলোচনা সভা, বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হবে।’