অবশেষে বিএনপির সমাবেশে অনুমতি মিলেছে

ঢাকা : আগামী ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি রাজধানীর নয়া পল্টনে কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার দুপুরে নগর ভবনের কনফারেন্স কক্ষে এ কথা জানান ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এসময় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ভবিষ্যতে কেউ যেন রাস্তায় সমাবেশের অনুমতি না চান সেই অনুরোধও জানান।।

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়া-পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের কাছে একটি আবেদন করে বিএনপি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয়া হল।

প্রসঙ্গত, বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়। কিন্তু একই দিনে এবং একই জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগও সমাবেশ ডাকায় নিরাপত্তার কারণে এখন পর্যন্ত কাউকেই সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২ thoughts on “অবশেষে বিএনপির সমাবেশে অনুমতি মিলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *