ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস (ভিডিও)

ঢাকা: ব্রিটেনকে হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি ইন্টারনেটে পাঁচ গুপ্তচরকে হত্যার এক নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস। সিরিয়া ও ইরাকে আন্তর্জাতিক জোটের সঙ্গে মিলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ওই নতুন ভিডিওতে ক্যামেরুনকে উদ্দেশ্য করে ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস।

‘দ্য সাইট ইন্টিলিজেন্স’ গ্রুপ জানিয়েছে, ওই ভিডিওতে দেখা গেছে রাক্কায় পাঁচ ব্যক্তিকে গুপ্তচর হিসেবে কাজ করার স্বীকারোক্তি নিচ্ছে আইএস।ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘আমরা ভিডিওটি সম্পর্কে জেনেছি এবং ওই ভিডিওটির বিষয়বস্তু পরীক্ষা করে দেখা হবে।’

ওই ভিডিও ফুটেজে এক আইএস যোদ্ধা ইংরেজি ভাষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে উপহাস করেছেন। সে আইএসকে মোকাবেলা করার জন্য ক্যামেরুনকে আহ্বান জানিয়েছেন। সেসময় ওই যোদ্ধা ক্যামেরুনকে ‘নির্বোধ’ বলে আখ্যা দিয়েছেন। তবে ওই ভিডিওতে স্বীকারোক্তি দেওয়া পাঁচ ব্যক্তি কে কোন দেশের হয়ে কাজ করেছেন সে বিষয়টি ভিডিওতে স্পষ্ট ছিল না। তবে সেখানে একজনকে ইরাক এবং সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে গুপ্তচর হয়ে কাজ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই ভিডিওটিতে দেখা গেছে বন্দীরা কমলা রঙের জাম্পস্যুট পরে আছেন। তারা মুখোশ পরিহিত জিহাদিদের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। জিহাদিদের সবার কাছেই অস্ত্র ছিল। সেসময় অস্ত্রধারী একজন বলেন, ‘এই বার্তা ডেভিড ক্যামেরুনের জন্য।’ ওই জিহাদি আরো বলেছেন, ‘কি অদ্ভূত এই বিষয়টা যে, আজ আমরা নিজেরা ইসলামিক স্টেটকে মোকাবেলার জন্য তোমার মত এক তুচ্ছ নেতাকে আহ্বান করছি।’

ব্রিটেনের যুদ্ধ বিমান এর আগে ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ডিসেম্বরের শুরু থেকে তারা সিরিয়াতেও তাদের অভিযান শুরু করেছে। আর এ কারণেই ব্রিটেনের ওপর ক্ষুব্ধ আইএস।

এ সম্পর্কে জিহাদিরা বলেছে, ‘একমাত্র নির্বোধ দেশই এমন একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করবে যেখানে আল্লাহর সর্বোচ্চ আইন মেনে চলা হয় এবং যেখানে মানুষেরা ন্যায়বিচার এবং শরীয়া নিরাপত্তা অথবা ইসলামিক আইনের আওতায় বসবাস করে। আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব এবং একদিন তোমাদের দেশে আক্রমণ করব। আর সেখানে আমরা শরীয়া ভিত্তিক নিয়ম প্রতিষ্ঠা করব।’

ওই ভিডিওতে আরো বলা হয়েছে, ‘ক্যামেরুনের ব্যানারে থেকে কে যুদ্ধ করতে চায়? তাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত। যখন তোমরা আমাদের হাতে আসবে তোমরা কি মনে করো তোমাদের কর্তৃপক্ষ তোমাদের নিয়ে চিন্তা করবে? তারা কি তোমাদের ছেড়ে দেবে না যেমন এই গুপ্তচরদের ছেড়ে দিয়েছে আমাদের হাতে।’ গুপ্তচরবৃত্তির সঙ্গে অভিযুক্ত ওই পাঁচ ব্যক্তিকে পরে মাথায় গুলি করে হত্যা করা হয়।

ভিডিওটি দেখুন:

২ thoughts on “ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *