সউদি আরব ‘ঐশী প্রতিশোধ’ ভোগ করবে, বললেন খামেনি

সউদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকর হবার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এ জন্য সউদি আরবকে ‘ঐশী প্রতিশোধের’ সম্মুখীন হতে হবে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সউদি কর্তৃপক্ষ এই মৃত্যদন্ড কার্যকর করার মধ্যে দিয়ে অন্যায় ভাবে একজন ‘শহীদের রক্ত ঝরিয়েছে।’

গতকাল আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকরের পর আজ ইরানে বিক্ষোভকারীরা তেহরানে সউদি দূতাবাসে আগুন লাগিয়ে দেয়। এর পর পুলিশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

এ ছাড়াও সউদি আরব, বাহরাইন, লেবানন, ইরাক ও ইরানের শিয়া মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Image copyright Reuters
Image caption তেহরানে সউদি দূতাবাসের সামনে বিক্ষোভ

ইরানের বিপ্লবী গার্ড এ ঘটনার ‘কঠোর প্রতিশোধ’ নেবার অঙ্গীকার ব্যক্ত করেছে।

একজন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমেদ খামেনি একে এক ‘অপরাধ’ হিসেবে বর্ণণা করে বলেছেন, এটা সউদি রাজপরিবারের ধ্বংস ডেকে আনবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীল উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর আজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা উত্তেজনা কমিয়ে আনতে তাদের প্রয়াস দ্বিগুণ করেন।

পররাষ্ট্র দফতর বলছে, এটা এমন এক সময় যখন উত্তেজনা কমানো দরকার – তবে এই মৃত্যুদন্ড কার্যকর করাটা সম্প্রদায়গত উত্তেজনা বাড়িয়ে দেবার ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এ ছাড়াও সউদি আরবের প্রতি মানবাধিকারের প্রতি সম্মান দেখানো এবং শান্তিপূর্ণ উপায়ে ভিন্নমত প্রকাশ করতে দেবার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনও বলেছেন, এ ঘটনা তাকে মর্মাহত করেছে এবং তিনি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, তার সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে।

৩ thoughts on “সউদি আরব ‘ঐশী প্রতিশোধ’ ভোগ করবে, বললেন খামেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *